সূত্রঃ BCBPMS/Rg/01
সভার স্থানঃ সমিতিরি কার্যালয়

তারিখঃ ৩০/০৯/২০২৩

রেজুলেশন

বাংলাদেশ কনক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির বর্তমান কার্য্যালয় বাড়ি- ২৪৮, সক-০৩, ডিওএইচএস, বারিধারা, ঢাকা-১২১২ তে সমিতরি কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উকÍ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব লে. কোল. মোঃ শাখাওয়ত হোসেন। সভায় বাংলাদেশে ব্লক সেক্টরের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা হয়। বিস্তারিত আলোচনার মাধ্যমে এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সকল সদস্যের সম্মতিতে নিন্মলিখিত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

১# সমিতি নামে বাংলাদেশ ব্যাংকের তফসিলিভুক্ত ব্যাংক, ব্রাক ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হবে

২# সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে হিসাবটি পরিচালিত হবে,

৩# সদস্যদের নির্ধারিত এককালিন চাঁদা $৫০০০/- (পাঁচ হাজার টাকা) ব্যাংক হিসাব নাম্বারে পাঠাবে,

৪# ব্লক বেবহারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারনা করা,

৫# সদস্য সংগ্রহ করা,

৬# আর্তিক লেনদেন ও আয় ব্যয় সচ্ছতার সহিত পরিচালনা করা,

৭# সভাপতির ধন্যবাদ জ্ঞাপন।

সমিতরি কার্য্যনির্বাহী কমিটির সদস্যগণের স্বাক্ষর গ্রহনঃ

ক্রম

সদস্যগণের নাম

পদবি

স্বাক্ষর

০১

লে. কোল. মোঃ শাখাওয়ত হোসেন

সভাপতি

 

০২

জুলকর শাহীন

সহ-সভাপতি

 

০৩

মোঃ মোস্তাফিজুর রহমান

জেনারেল সেক্রেটারি

 

০৪

ফয়সাল সর্দার

জয়েন্ট সেক্রেটারি

 

০৫

আবুল বাসার মোহাম্মদ দেলোয়ার হোসেন

ট্রেজারার

 

০৬

মনিরুল ইসলাম

এক্সিকিউটিভ মেম্বার

 

০৭

মোঃ উজ্জল মিয়া

এক্সিকিউটিভ মেম্বার